দূর দিগন্তে ভালবাসা জীবন নদী দিয়ে তোমার চোখে কিছু কথা এমন স্বপ্ন নিয়ে ইচ্ছে আমার খাম খেয়াল সেতো ঝড়ো মেঘের দল আকাশ জুড়ে উথাল পাথাল কেবল শেষে মেঘ ভাঙা জল ভাবনা মনের ওই আকাশে একলা বিকেল স্বপ্ন তুমি ভালবাসার রামধনু রঙ দিঘির জলে ছোঁয়াও তুলি কবিতার কথা ছন্দের আনাগোনা –হারালো গল্প কার ? সবাটাই শুনে সবটাই জেনে ক্যানভাস নির্বিকার ! যে ভাষায় গল্প ছিল আজো গল্প আছে বেঁচে সে ভাষায় দাঁড়াই এসে আমি তোমায় ভালবেসে ।।রচনাকাল : ১৮/১০/২০১৯