সকালে ভোরের হাওয়া মিষ্টি লাগে মনে, কি নেশায় তোমার চাওয়া জাগে শিহরণে ! তুমি উন্মুখ বসে কতটা স্বপ্ন বুকে , আমি সব খুলে নেব মেখে দেব যতটা আদরে ইচ্ছে চোখে । ছুঁয়েছি রাত্রি ঠোঁটে হয়তো খানিক সুখে, আরো গভীরে ব্যাকুল মোহে আলপিন ফোঁটে দেহে ! বর্ষায় মন ভালবাসা কাঁদায় চোখের জলে মেঘলা আকাশ নিঃসঙ্গতা বন্দি ঘরের কোনে।।রচনাকাল : ১৪/১০/২০১৮