বীরেশ্বর বা বিলে কিংবা নরেন্দ্র বা নরেন
এতো নাম নয়, ‘বুকের মাঝে’ ‘বিশ্বলোক’- সাড়া জাগায় প্রানে !
চিন্তা চেতনে যুক্তিবাদী প্রগতিশীল মানব সেবার জীবন্ত প্রতীক
জাতির গৌরব আলোকে আলোকিত দেশ থেকে দেশান্তরের পথিক ।
অজ্ঞ, কাতর, পীড়িত মানুষের পাশে দৃঢ় পৌরষ মুক্তিকামী
বিশ্বমঞ্চে মানবধর্মের ছবি,স্বমহিমায় উদ্ভাসিত বীর সন্ন্যাসী ।
ধর্ম-দর্শন-অধ্যাত্মিকতা সবটাই জুড়ে আছে মানুষের কথা
জাতীয়তাবাদে কিবা পুনর্জাগরণে তিনিতো অন্যতম পুরোধা ।
"সন্ন্যাসীর গীতি" "সখার প্রতি" ভালবাসা হৃদয়ে জাগে
‘বিবেকানন্দ’ বুকের সাহস আজো ভারতবাসির মাঝে ।
সন্ন্যাসী বলো কিবা দার্শনিক, এই সংগীতজ্ঞের লেখনী কয়
জন্মালেই হয়না মানুষ, মানুষ হয়ে উঠতে হয়।।
রচনাকাল : ১০/৮/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।