শূন্য সময় পেন্ডুলামে দোল খায় মন বাউন্ডুলে ।
ধূলো মাখা পথ স্বপ্নের ছোঁয়া ধূ ধূ প্রান্তরে !
স্বপ্ন গুলোই ঘুম ভাঙায়, রাত জাগায় আর ভোর আনে ।
তাই নিয়ে আমি লিখে যাই স্বপ্নের কথা ছন্দের বাতায়নে !
রাতের আকাশ বৃষ্টি ভেজা, একলা আঁধার ঘর আমার ,
কবিতায় জেগে কত মানুষের মাঝে – বাঁচে প্রেম তাহার ।
কে সে বুকের মাঝে চিৎকার করে কাঁদে !
পাঁজরে সজোরে আঘাত হানে, আর ফিস ফিস করে বলে –
সাজাও সাজাও আরো সাজাও মনের মতো তুমি
গড়ে তোলো তিল তিল করে –যতোটা স্বপ্নে দেখেছি আমি!
স্বপ্ন আমার... নীল নীহার... পাখনা মেলা সুখ ,
সবার তরে এই পৃথিবী আয়না ধরা মুখ
রচনাকাল : ১০/৮/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।