কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট প্রকাশিত ৮৮ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ৪৮৫৪৭ জন পড়েছেন।
সোজা পথের পথিক আমি
চলেছি সুদূর পানে
মনের খেয়াল হৃদয় নিয়ে
আপন মনে ভাসে
বুকের মাঝে হৃদয় ধ্বনি
ব্যাকুল মনের টান
চোখের দেখা হারিয়ে গেলো
নিয়তির পিছুটান
তবুও স্তব্ধ হয়ে শক্ত আমি
সোজা পথের পানে
সাথে নিয়ে চলেছি আজ
কবিতা তোমাকে