পন্ডিত বিদ্যাসাগর বাংলায় চিন্তা চেতনে মননে বর্ণপরিচয়ে বোধোদয় বীরসিংহ করুণারসাগরে । কেবল পাঠ্যপুস্তকের মাধ্যমে নয় রচনা তাঁর বাংলা গদ্যের সংস্কারে , শব্দ-সাযুজ্যে বাক্য-কাঠামোয়ে যথাযথ অন্বয়ে সাজিয়েছে নিদারুণ মাধুর্যে । বিধবার বিবাহ আর নারী শিক্ষার বিস্তারে তিনি আধুনিক বহুবিবাহ কিবা বাল্যবিবাহ রোধে আজও তো পথিকৃৎ । মানব-মেলা সময়-সেতু বিদ্যাসাগর শব্দমঞ্জরীর কথামালা নিয়ে শিক্ষার আলোকে আধুনিক সমাজে রবে সদা এ-গভীর হৃদয়ে ।।রচনাকাল : ৩০/১২/২০১৮