কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট প্রকাশিত ৮৮ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ৪৮৫২৪ জন পড়েছেন।
যে স্বপ্ন দেখেছি আগে
তার কিছু ভেঙে গেছে
তারাই দিচ্ছে নাড়া
বাকি গুলো ভাঙতে
কিন্তু আমি যে
আঁকড়ে ধরে রাখতে চাই
ছোটো-বড়ো ইমারত
তিল তিল করে গড়ে যাই
ডেকোনা আমায়
আমি আরো স্বপ্ন দেখতে চাই
শুধু স্বপ্নের তরে
ঘুমিয়ে আছি তাই..