মন জানে সে একলা নয়
তবুও মনে কোন সময়
ভাসায় আমায় ঐ আকাশে
চতুর্দিকে শূন্যময়।
রোদ ঝিলমিল ইচ্ছে গুলো
বর্ষা মেঘে স্বপ্ন দিল
নিঝুম রাতে ভেজা চোখে
চোখের পলক আমার হল।।
চোখে চোখ রেখে বলো একবার
কিছু কথা চোখে রেখে ভাসাবেনা আর !
কখন এলে তুমি কত স্বপ্ন চোখে বয়ে
তোমার চোখে থাকি কাজল কালি হয়ে
মুক্তো ঝরা চোখের বালি, জানে মিলবেনা তো সুর
বাউল মনে তোমায় ভাবি, তুমি রয়েছ অনেক দূর
রাতের আধাঁর ভোরের কোলে, ছোঁয়ায় তোমার ঠোঁটে
জীবন নদী মিলন খোঁজে, কোন্ সে সাগর জলে ।।
রচনাকাল : ১৮/১০/২০১৯
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।