আজ এ বসন্তে মেঘ করেছে ঘিরে
জানিনা কখন বৃষ্টি আসবে নেবে !
আমার বুকের মাঝে আকাশ
মেঘ জমেছে চোখে,
হৃদয় কুঠির ভালবাসার
ছাউনি খোঁজে মনে ।
আজ এ বসন্তে মেঘ করেছে ঘিরে
জানিনা কখন বৃষ্টি আসবে নেবে !
ইচ্ছে আমার খামখেয়াল সেতো ঝড়ো মেঘের দল
আকাশ জুড়ে উথাল পাথাল, কেবল শেষে মেঘ ভাঙা জল !
মন খারাপ মেঘ আমার যাক ঝরে যাক
ঝড়ো হাওয়া বুকের মাঝে তবু নির্বাক।
তুমি দূর বহুদূর ক্লান্তি চোখের ঘুম
বিকেল গড়ানো সূর্য্যে মিস্টি কুমকুম ।
তুমি আঁধার ধরাও চোখে রাত্রি আবেশে
তুমি আলোয় আনো দেখি পূব আকাশে।
আমি ভালবেসে গেছি একলা মনের কোনে
তুমি চুপ করে গেছ একাকী অস্থাচলে !
আজ এ বসন্তে মেঘ করেছে ঘিরে
জানিনা কখন বৃষ্টি আসবে নেবে !
রচনাকাল : ২৮/২/২০১৭
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।