জানি আজ বহু দূরে
সাত সমুদ্র তেরো নদীর 'পারে
সময় গিয়েছে চলে
শুধু অপেক্ষI ঘনো কালো রাত্রির আগমনে
তবুও মন আজ ও তাজা
সেতো পাউসী মেঘে বাঁধা
ঘুরে বেড়াই কাঁদা পায়ে
গাঁয়ের পাড়ে হাঁটা I
দুই ধারে সবুজ খেত
আলে আলে ছোটা
ছুটতে ছুটতে নদীর পাড়ে
ঘাটে বাঁধা নৌকা,
মায়ের দেওয়া পয়েসা খানি
ট্যাঁপেই থাকুক গোঁজা
সাঁতরে আমি পেরিয়ে যাবো
নীল নদের ভেলা;
নাওয়ের পালে হাওয়া লাগে
অগ্র্রগতির ধারা
হৃদয়ে মাঝে ভালোবাসা
আজও আমার বাংলা-গাঁ I
সময়ের সাথে ভাসতে ভাসতে
হয়তো কাছে-দূরে
তোমার স্মৃতি তুলে ধরে
আমার মোবাইল রিংটোনে,
মন যখন মোবাইল হয়
ভাইব্রেসান প্রানে
বাংলা মায়ের মুখ খানি আজ
ল্যাপটপে ভাসে II
রচনাকাল : ২/৩/২০১৫
© কিশলয় এবং সুমন কুমার সাহু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।