• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



নিজেই নিজের বন্ধু হও
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৪৮ টি দেশ ব্যাপী ৩৬৫৩৮ জন পড়েছেন।
নিজেই নিজের বন্ধু হওয়া যায়।
নিজেই নিজেকে শাষন করা যায়,ভালবাসা যায় । প্রয়োজনে ঠিক ভুল ধরিয়ে দেয়া যায় ।
অন্যের ওপর নির্ভর না করে নিজের জোরেই বেঁচে থাকা যায় ।
অন্য কেউ তোমায় বুঝবে কি বুঝবে না,সেটা ভেবে শুধুই সময় নষ্ট করা।অন্য কারো কোন দায় নেই,দায় টা সম্পূর্ণ নিজের।
তাই  নিজেকেই নিজের মনের মত করে গড়ে তোলো।
যদিও কাজটা খুব সহজ নয়,কিছু মানুষ সারাজীবন অন্যের ওপর নির্ভর করে বাঁচতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে।
আসলে প্রত্যেকেই ভরসা করার মত একজোড়া হাত খোঁজে ,একটা চেনা গন্ধ খোঁজে,একটা নির্ভরযোগ্য কাঁধ খোঁজে।যখন এর একটাও মনের মত হয়না,তখন ভাগ্য কে দোষারোপ করে।
যদি নিজের হাত দুটো শক্ত করা যায়, যদি নিজেকেই নিজের জন্য নির্ভরযোগ্য করা যায় তবে ভাগ্য কে আর অযথা দোষারোপ করতে হয় না।বরং নিজেই অন্য কারো ভরসার মানুষ হয়ে ওঠা যায়।
জীবন যখন আছে তখন ঠিক আর ভুল এই শব্দ থাকবেই।সবটাই ঠিক নয় আবার সবটাই ভুল নয়।কিন্তু নিজের ওপর একটু ভরসা থাকলে 'ঠিক' এর পাল্লা একটু ভারী করাই যায়।কিছু সিদ্ধান্ত শুধু আবেগের বসে না নিয়ে কখনো কখনো বুদ্ধির ব্যবহার টাও করতে হয়।কারণ কিছু কাজ আমাদের কাছে চরমভাবে ঠিক মনে হয়,তখন কেউ সেটা ভুল বলে চোখে আঙুল দিয়ে দেখালেও আমাদের কান অবধি পৌছাঁয় না।কারণ তখন আমাদের আবেগের ইন্দ্রিয় টাই সজাগ থাকে শুধু,আর বাকি গুলো সাময়িক ভাবে ঘুমিয়েই থাকে।আর যখন সেই বাকি ইন্দ্রিয় গুলো জেগে ওঠে ততক্ষণে বড্ড বেশি দেরী হয়ে যায়।তখন আবারও আমরা ভাগ্য কে দোষারোপ করতে বসি।আর একটা সময় পর ভাগ্য কে দোষারোপ করা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়।
অথচ সময় টাকে আমরা কাজে লাগাতে পারিনা সঠিকভাবে।সময় কিন্তু তার দায়িত্ব ঠিক পালন করে।সে আমাদের প্রত্যেক কে সুযোগ দেয়, শুধু আমরাই পারিনা তার মর্যাদা দিতে।
"ভালো বন্ধু পাইনি,ভালো মনের মানুষ পাইনি,ভালো পরিবার পাইনি,ভালো বাবা মা পাইনি,ভালো আত্মীয়স্বজন পাইনি...............শুধু পাইনি আর পাইনি।নিজেকে নিজে কতটুকু দিতে পেরেছি?নিজের কাছে নিজে কতটুকু ভালো হতে পেরেছি?কতটা ভরসার যোগ্য তৈরি করতে পেরেছি নিজেকে?আর কতটুকুই বা দায়িত্ব পালন করতে পেরেছি নিজের প্রতি?আমরা ইচ্ছে করেই নিজের দোষ গুলো এভাবেই ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হই।একবারও এটা ভাবিনা যে দোষ ভাগ্যের নয় দোষ আমাদের নিজেদের।
ভাগ্য সবাইকে সুযোগ দেয়, সেটার সু ব্যবহার যারা করতে পারে তারা নিজেদের জোরেই বাঁচে ।যারা পারেনা তারা সারাজীবন ভাগ্য কে দোষ দিয়ে যায়।
তাই বলি কি.....
নিজেই নিজের বন্ধু হওয়া
নিজেকে করো বিশ্বাস।
নিজের জোরেই বাঁচ আর প্রান ভরে নাও নিঃশ্বাস।
রচনাকাল : ১৭/১২/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 64  Canada : 95  China : 34  Europe : 46  France : 3  Germany : 7  Hungary : 41  India : 1004  Ireland : 20  
Italy : 1  Japan : 11  Malaysia : 2  Oman : 2  Philippines : 1  Romania : 3  Russian Federat : 4  Saudi Arabia : 12  Sweden : 9  Ukraine : 29  
United Arab Emi : 1  United Kingdom : 10  United States : 1120  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 64  Canada : 95  China : 34  
Europe : 46  France : 3  Germany : 7  Hungary : 41  
India : 1004  Ireland : 20  Italy : 1  Japan : 11  
Malaysia : 2  Oman : 2  Philippines : 1  Romania : 3  
Russian Federat : 4  Saudi Arabia : 12  Sweden : 9  Ukraine : 29  
United Arab Emi : 1  United Kingdom : 10  United States : 1120  Vietnam : 3  
লেখিকা পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নিজেই নিজের বন্ধু হও by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৯৬৩৪৯২
fingerprintLogin account_circleSignup