গৃহবধূ থাকেন গৃহে,
সেটাই অফিস তাঁর।
সকাল-বিকেল লোকাল বাসে
চড়ার কী দরকার?
পত্রিকাতে এমপ্লয়মেন্ট,
নোটিসটোটিস ছাড়া
এ চাকরি হয়- নিয়োগটা হয়-
আত্মীয়দের দ্বারা!
এলোটমেন্ট হয়- লগ্নপত্র,
অথবা রেজিট্রি দ্বারা।
ঘটকালি বা ভালোবেসে হয়,
টাকাকড়ি আর সুপারিশ ছাড়া।
নেই যে কোনো বেতনভাতা,
বোনাস-টোনাস নয়
এ চাকরিতে বদলি হওয়ার
খুব বেশি নেই ভয়।
নেই যে কোনো পদোন্নতি,
একটা পদেই হায়
আটকে থেকে বেশির ভাগের
জীবন কেটে যায়।
এ চাকরিটা চিরস্থায়ী,
নেই হারানোর ঝুঁকি।
দেয় না অফিস লাটে ওঠার
সম্ভাবনা উঁকি!
নেই রিটায়ার, পেনশনও নেই,
নেই তো ছুটিছাঁটা,
মৃত্যু ছাড়া এ জব থেকে
নাম যাবে না কাটা!
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।