স্বর্গের সিঁড়িতে শ্মশান শয্যায়;
বিশ্ব প্রকৃতির ,বিশ্ব শান্তি চাই।
এমন আছে ,স্বর্গে না চাই যেতে ;
অশান্তি ছেড়ে শান্তির স্পর্শ পেতে।
অমানুষরা ,এখানে এসেও মানুষ হয় না;
নিজে না পারলে, শুধরাতে কেউ পারে না।
সুন্দর বৌ, প্রেমিকা , বন্ধু পেতে সবাই চাই;
মেয়ে দেখে দুঃখী হওয়ার কেউ না পায় ।
মেয়েকে বলে প্রেম করো না কারো সাথে;
মেয়েকে তুলে দেয় অচেনা জামাইয়ের হাতে।
যেদিন পালায় , বলে আমার কাছে মরেছে;
পরে ,বিয়ের টাকা বেঁচেছে, ভালোই হয়েছে।
বাকিটা পরে বলবো এই থাক ঘুম পাচ্ছে;
মনে হয় ওপর থেকে ডাক এসেছে।
আমার আগে অনেক গেছে;
পেয়েছে কম বেশি হারিয়েছে।
যাবার পরে সবাই বুঝেছে ;
তেমনি সব ভুলেছে।
হয়তো কেউ মনে রেখেছে;
চুপ করেনি চুপ করানো হয়েছে।
যতবার চুপ করানোর চেষ্টা করেছে ;
ততবার , চিৎকার করে আওয়াজ তুলেছে ।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।