তুমি নিজের অগোচারে
হয়েছ সাম্প্রদায়িক,
তুমি বোঝোনি তুমি
কতটা সাম্প্রদায়িক,
হয়ত তুমি দাম্ভিক গোষ্ঠি
হয়ত বেজায় হিসেবি,
হয়ত তুমি প্রেমিক দলে
অথবা বেরসিক,
তুমি কিন্তু অজান্তেই
হয়েছ সাম্প্রদায়িক,
হয়তো তুমি মেজাজ নিয়ে
চলতে ভালবাস,
মেজাজ নিয়ে আপন পর
বাছতে ভালবাসো,
কখনও নিজের স্বার্থ নিয়ে
চলাই তোমার কাজ
নামডাকের অহংকারে
নিজেই দিন ও রাত,
যে দলের স্বভাব তোমার
সেই দলেরই ভাব,
যে ভাবেই হউক
স্বভাব নিয়ে হম্বিতম্বি ভাব,
বোঝা না বোঝার দোলাচলে
ভাবছ কত কি?
তুমি কিন্তু অজান্তেই
রইলে সাম্প্রদায়িক |
রচনাকাল : ২৯/১২/২০১৯
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।