এক কল্পিত ফাগুন সন্ধ্যায় আমি তোমায় দেখেছিলাম- ওই কদম গাছের আড়ালে। তুমি ঠিক তখন জুলফিখানি নাড়িয়ে আনমনে সন্ধ্যাপ্রদীপ ঘোরাতে ব্যস্ত। দূরের আকাশের দিকে আমার স্মৃতিরা ভর করল , মেঘ জমলো মনের অন্ধকারে। চুপিসারে তোমার অতীত দেখতে আমি তেত্রিশ কোটি বছর পিছনে গেলাম, পেলাম না কিছু । সারা সৌরজগৎ ঘেঁটে জুটলো ভাঙাচোরা কিছু কঠিন পাথর। ~ রাজকুমার সাঁতরা~রচনাকাল : ৩০/১১/২০১৯