আমাকে হারাতে দিলে
নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।
বিবর্ণ হয়ে যাবে গোলাপ রাশি রাশি
স্মৃতির সমাধি খুঁড়তে খুঁড়তে।
এক ক্লান্ত তুমি হারিয়ে ফেলবে চেনা ঠিকানা।।
জন মানব শূণ্য, মরুভূমি হয়ে যাবে তোমার পৃথিবী,
থেমে যাবে পাখির কলরব
স্বপ্ন দেখিয়ে স্বপ্নভঙ্গের অপরাধে
ক্ষতবিক্ষত হবে তোমার হৃদয়।।
অভিশপ্ত কোনো ঝড়ে এলোমেলো হয়ে যাবে তোমার আগামী;
দিশাহীন হয়ে যাবে চলার পথ।
বদলে যাওয়া চেনা মুখের ভীড়ে
তুমিও হয়ে যাবে একা।।
সত্যি ভালোবাসার অভাবে তোমাকে ফিরে আসতেই হবে
আসতেই হবে অবহেলিত আমার কাছে
মরণের আগে অথবা পরে কোনো এক দিন।।
রচনাকাল : ২৯/১২/২০১৯
© কিশলয় এবং অভিজিত মল্লিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।