আজ কাল জানিনা
কি যে হয়, কেনই বা!
সকাল বেলার সূর্য তাপে
সাত ভাইএর কিচির মিচির,
রাতের নিস্তব্ধ নির্জনতায়
কুকুর শেয়ালের শোরগোল,
সবের মাঝে যেন কান পেতে
শুধু শুনতে পাই প্রতিবাদ।
চারিদিকের রাস্তার ভিড়ে
যেন আশা করি আন্দোলন;
কেউ হাসলে বোধ হয়
হাসি না এ যেন অট্টহাসি;
কারোর চোখে এলে জল
মনে হয় ছবি নির্যাতন।
শিশুদের কলোরোলও
আজ বাতাসের মতো দূষিত;
মানুষের ছুটে চলাও আজ
অতি ভয়ঙ্কর, অতি ব্যাস্ত।
আজ নগরী ট্রামের ঠং ঠং
শহুরে জীবনের গান গাই না;
ট্রেনের ছন্দময় ঝিক্ ঝিক্
প্রান্তর কুটিরের ছবি আঁকে না;
বসন্তের কোকিলের কুহু তান
কবিমনে ফুলেল সুবাস ছড়ায় না।
চারিদিকে আজ বারুদের গন্ধ,
মানব আত্মাও আজ ষড়যন্ত্রী,
সরলতা আজ অগ্নিদগ্ধ, মৃত,
চারিদিকে কলরব, শিল্পগোষ্ঠী,
লোভ, লালসা, লোলুপ দৃষ্টি।
তবু আজও কোনো কোনো মন
জেগে ওঠে অগ্নি ছাই থেকে
হয়ে যেন ফিনিক্স পাখি,
লোলুপ ভঙ্গির কালো আকাশে
অগ্নিদগ্ধ ছাই - এর ধোঁয়ায়
দাগ কেটে কেটে উড়ে যায়।
রচনাকাল : ১৪/১/২০২০
© কিশলয় এবং লোপা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।