......... অনেকদিন পর লিখতে বসলাম। কলমটা আর ঠিকটাক ধরতে পারি না। হাতের ব্যাথাটাও বেড়েছে। সেদিন বিকালবেলায় অফিস ফেরার সময় তোমাকে রাসবিহারী মোরে দেখলাম। আর ডাকিনি, কি করেই বা ডাকতাম, আমিতো তোমার মনের স্মৃতি থেকে হারিয়ে গেছিলাম, যেদিন আমাদের সব বন্ধন ছিন্ন করে চলে গেছিলে। দেখতে দেখতে ৩৬ টা বছর পেরিয়ে গেল। শুনলাম তুমি আবার বিয়ে করেছো, যাক্ ভালো করেছো। এবার তুমি সুখী তো! আচ্ছা তুমি এখনো ঘন ঘন সিগারেট খাও? ডাক্তার কিন্তু বারণ করেছিল। জানো আজও আমি তোমায় ভুলতে পারিনি, এখনো তোমায় ভালোবাসি। ৬ই শ্রাবন তোমার জন্মদিনে মন্দিরে পূজো দি আজও। এই একাকীত্ব জীবনে আজ সবই আছে , শুধু তুমিই নেই। শরীরটা ভালো নেই। হাত পা খুব অসাড় লাগে। মালতির জোরাজোরি তে ডাক্তার দেখালাম। ডাক্তার বললো, ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। জানি না আর কতক্ষণ! জানো সৌমিক আজ বড় ইচ্ছে করছে , যাওয়ার আগে একবার তোমায় দেখে যাই। অভিমান করে কেন তুমি সেদিন চলে গেলে? দু চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, আর পারলাম না, জীবনের শেষ পাতায় রইল বিদায়।।
*কলম গেল পড়ে*
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং অন্তরা দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।