শহর জুড়ে আলোর মরীচিকা সেও আজ বিষাক্ত ছড়িয়ে আছে শ্বাসনালীতে সেও হচ্ছে রুদ্ধ আমার কলম আমার কালি রুদ্ধ হোয়েছে আজ পাতাটি কিন্তু রেখেছে কথা ফুরায়নি এখনও নামলে কালি পাতার পরে রাখছে হাজিরা আবার ডিপ্রেসন আসছে ফিরে লেখা আসছে না আর দিনের শেষে মন খারাপ ও ভালোবাসার গল্প শোনায় হেডফোন টাও সাক্ষ্য দেয় ডাস্টবিন টা গেলো কোথায়...?? ~ কেকা হালদার ~রচনাকাল : ৫/১/২০২০
সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।