তিক্ত অবসর মুক্ত প্রান্তর
কে তুমি একাকিনী নারী
বসিয়াছো হেথা মন নাহিযেথা
তুমি যে কার অর্ধাঙ্গিনী ----?
এলাইয়া চুল গায়ে তব ধূল
ছিন্ন বসন পরি
তুমি একাকী শুধু বসে থাকি
তাহার ই প্রতীক্ষায় ------- !
দিন দিন হায়
ক্ষীণ দেহ প্রায়
তবু যে অপেক্ষায় --- !
মনে পরে আজ
সেই তব সাজ
যে দিন প্রথম দেখে ছিল তোমায় l
নারী বধূ বেসে
নব রূপে এসে
মিলন হইলো গোধূলি বেলায় l
সেই দিন গুলো
ছিল বেশ ভালো
আজ তবে কেন
একলা করিলে তাহায়..... !
চেয়ে আছে আঁখি
পাছে চোখ ডাকি
দেখিতে না যদি পায় গো তোমায়--- ?
শেষ দিগন্তে মনের অজান্তে
তুমি আসি দিলে ধরা l
তব চরণ ও ধূলি
নিলো শিরোপরে তুলি
শেষ দীর্ঘশ্বাস ফেলি
ত্যাগী এ দেহ ভার ll
রচনাকাল : ১৭/১/২০২০
© কিশলয় এবং তাপসী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।