সেই কালো জলের কলসি রুপালি পায়ের সোনার পায়েল ভিজা গায়ে ভিজে যাওয়া চাদর কোকরা চুলের আড়ালে ছোট্ট কালো টিপ। আমি প্রেমে পরতে চাই নি মন আমার এমনি করেই হারায় গেছে মেয়ে তোর ভেজা চুলেতে মেয়ে তোর ভেজা ঠোঁটেতে। দেখ মেয়ে জানি তোর দেমাগ অনেক বড়-সর আমি ও তোর কমতি কিসে কালো বলে যাসরে সরে তোর চোখের কাজল ফেলবি কিসে। আমিও চাই হাজার বছর থাক বেচে থাক বুঝবি শেষে আসবি ফিরে রেখে তোর ভাঙ্গা কলসি থাকবে কি আর যৌবন শেষে।রচনাকাল : ২৯/১২/২০১৯