ঠিক মনে নেই কতকাল ধরে অপেক্ষায় আছি তোর, চোখ রেখে জানালার ধারে। কথা দিয়েছিলি একদিন ঠিক ফিরে আসবি, সব বাধা জয় করে। হয়ত আজ আর মনে নেই তোর, সবটা ভুলে গেছিস সময়ের হাত ধরে। আমি কিন্তু ভুলিনি ভুলতে পারিনি, অপেক্ষায় আছি তোর,সকাল সন্ধ্যা নিয়ম করে। কে জানে কবে ঘটবে এই অপেক্ষার অবসান। কবে সবটা ভুলে আমিও গুছিয়ে নেবো নিজেকে। জানি খুব সোজা নয়,তবুও দেখিস একদিন ঠিক ভুলতে পারব তোকে।রচনাকাল : ৩/৩/২০২০
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।