॥ কষ্টের ভাষা ॥
- প্রলয় সামন্ত
শান্ত-স্নিগ্ধ জলের কষ্ট - দূষিত তার দেহ !
তীরে এসে চারিদিকে আছড়ে পড়া জলের -
কষ্টের ভাষা বুঝতে পারে না কেহ !
শুদ্ধ-শীতল হাওয়ার কষ্ট- সে সুগন্ধী নয় আর,
দিনে দিনে সে হয় কুৎসিত-কদাকার;
আজ তার কষ্টের ভাষা শুধুই - হাহাকার !
- এদেরই মতো আমিও আজ কষ্ট-যন্ত্রণায় কাতর,
একলা বালিশ চোখের জলে আর একলা আমার ঘর ।
শ্রুতিকটু যে শব্দ আছে -
তার কষ্টের ভাষা বুক ফাটা কান্নার আওয়াজ ,
দূষিত জল,দূর্গন্ধ বাতাস আর শ্রুতিকটু শব্দ..
- এই তো আজ বিশ্বজীবনের সাজ !
রচনাকাল : ২১/১২/২০১৯
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।