বিন্দু বিন্দু শিশিরের জল
ঘাসের উপর বিছিয়েছে
সাজ সকালে কুয়াশার ভাপ
বাষ্প হয়ে চোখে ভাসে।
মেঘের দলে সোনার সূর্য্য
আজ সকালে তাই মিশেছে,
তাইতো দেখি মুখ খুলেনা
সুর্য আছে মেঘের দেশে।
সকাল গেল বেলার কাছে
দিন হয়েছে খুব পুরাতন,
সোনার সূর্য উঁকি মেরে
লুকিয়ে থেকে জাগায় চেতন।
জগত ভরা ফুল পাখিদের
বলছে হেসে উঁকি মেরে,
মেঘের দেশের ভপ কাটিয়ে,
ভুলিসনে কেউ আসছি জেরে'।
কনকনিয়ে কাঁপতে থাকা
খালি দেহের জীবন গুলি,
খুঁজছে সাড়া উধাম থাকি
সুর্য্য কিরণ কই লুকালি?
লেপ কাঁথার দায় নিভে গিছে
খালি দেহে মুখের হাসি,
উঠবি কখন অসহ্যতে
কাঁপছে কতো পথবাসি।
রচনাকাল : ১৬/১২/২০১৯
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।