• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



ll শিক্ষাগুরু ll
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : প্রলয় সামন্ত
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ২২ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ১১৭৬৭ জন পড়েছেন।
                             ॥ শিক্ষাগুরু ॥
                      - প্রলয় সামন্ত 

হে মোর শিক্ষাগুরু -
                 আজই এ দিবসে তোমারে আমি 
                 কি বা দেবো বলো হে গুরু !
                 তব আদর্শে হয়েছি মানুষ 
                 করেছি কঠিন জীবনের পথ শুরু..॥
হে মোর শিক্ষাগুরু -
                 তিলে তিলে আমি হয়েছি বড়ো 
                 তোমারই ছত্র-ছায়ায় ।
                 তুমি মোরে আজও বাঁধিয়া রেখেছো
                 অজানা কোন সে মায়ায় ॥
হে মোর শিক্ষাগুরু -
                 তোমারই শিক্ষায় হয়েছি শিক্ষিত,
                 তোমারই জ্ঞানে জ্ঞানী..।
                 শিক্ষার দ্বীপ হাতে তোমারে দেখি আজও 
                 তোমারে গুরু বলে মানি॥
হে মোর শিক্ষাগুরু -
                আজই শুভক্ষণে লহ মোর প্রণাম 
                লহ হৃদিক শ্রদ্ধা-সন্মান ।
                চাহিবো শুধু আজীবনকাল 
                তব জ্ঞানে ভরিয়া দিও এ জ্ঞানপিপাসু প্রাণ॥
হে মোর শিক্ষাগুরু -
                এ অসহায়েরে কভু, ভুলে যেও নাকো প্রভু 
                যেও নাকো চলে এ অশিক্ষার আঁধারে ফেলে।
                তব শিক্ষার বাঁধনে বাঁধিয়া রেখো সদা
                মোর স্থান হোক তব পদতলে॥
হে মোর শিক্ষাগুরু -
                জ্ঞানে-অজ্ঞানে করি যদি ত্রুটি 
                অন্যায় যদি থাকি করিয়া,
                কঠিন শাস্তি দিও হে গুরু 
                সব-ই নেবো মাথা পাতিয়া॥
আজ তাই গেহে যাই -
               "তুমি গণ্য-মান্য দেশ বরেণ্য 
                দশের প্রণাম তোমার পা'য়.."
                তব কর্মজীবন হোক ধন্য
                থেকো মোর হৃদয় মাঝারে হয়ে অক্ষয়॥
হে মোর শিক্ষাগুরু -
                তোমারে পেয়ে মোর ছাত্রজীবন 
                হয়েছে আজ ধন্য।
                মোর জীবনে তব মূল্যখানি 
                অনবদ্য-অসমান্য॥
হে মোর শিক্ষাগুরু -
                যেমনি করে ঝরে পরে দেখি 
                রবির কিরণ - এ ধরণীর বুকে -
                তেমনি ভাবে তব আশিস ঝারিয়া পরুক
                এ শিষ্যের নত মস্তকে॥
হে মোর শিক্ষাগুরু -
                তুমি শ্রেষ্ঠ, তুমিই স্রষ্টা, 
                তুমিই মোদের কণ্ঠতান।
                অঞ্জলি দ্বারা করবো গ্রহণ 
                তব অমৃত শিক্ষাদান॥
হে মোর শিক্ষাগুরু -
                যুগে যুগে থেকো হে গুরু
                -হয়ে মোদের শিক্ষদাতা।
                আঁধারের মাঝে এসো আলো হয়ে
                হে সমাজসংস্কারের পরিত্রাতা॥
রচনাকাল : ২০/১২/২০১৯
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 37  France : 2  Germany : 5  India : 240  Ireland : 28  Russian Federat : 4  Saudi Arabia : 3  Sweden : 9  Ukraine : 10  
United Kingdom : 2  United States : 320  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 37  France : 2  Germany : 5  
India : 240  Ireland : 28  Russian Federat : 4  Saudi Arabia : 3  
Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 2  United States : 320  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ll শিক্ষাগুরু ll by Pralay samanta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬১৭০
fingerprintLogin account_circleSignup