॥ শিক্ষাগুরু ॥
- প্রলয় সামন্ত
হে মোর শিক্ষাগুরু -
আজই এ দিবসে তোমারে আমি
কি বা দেবো বলো হে গুরু !
তব আদর্শে হয়েছি মানুষ
করেছি কঠিন জীবনের পথ শুরু..॥
হে মোর শিক্ষাগুরু -
তিলে তিলে আমি হয়েছি বড়ো
তোমারই ছত্র-ছায়ায় ।
তুমি মোরে আজও বাঁধিয়া রেখেছো
অজানা কোন সে মায়ায় ॥
হে মোর শিক্ষাগুরু -
তোমারই শিক্ষায় হয়েছি শিক্ষিত,
তোমারই জ্ঞানে জ্ঞানী..।
শিক্ষার দ্বীপ হাতে তোমারে দেখি আজও
তোমারে গুরু বলে মানি॥
হে মোর শিক্ষাগুরু -
আজই শুভক্ষণে লহ মোর প্রণাম
লহ হৃদিক শ্রদ্ধা-সন্মান ।
চাহিবো শুধু আজীবনকাল
তব জ্ঞানে ভরিয়া দিও এ জ্ঞানপিপাসু প্রাণ॥
হে মোর শিক্ষাগুরু -
এ অসহায়েরে কভু, ভুলে যেও নাকো প্রভু
যেও নাকো চলে এ অশিক্ষার আঁধারে ফেলে।
তব শিক্ষার বাঁধনে বাঁধিয়া রেখো সদা
মোর স্থান হোক তব পদতলে॥
হে মোর শিক্ষাগুরু -
জ্ঞানে-অজ্ঞানে করি যদি ত্রুটি
অন্যায় যদি থাকি করিয়া,
কঠিন শাস্তি দিও হে গুরু
সব-ই নেবো মাথা পাতিয়া॥
আজ তাই গেহে যাই -
"তুমি গণ্য-মান্য দেশ বরেণ্য
দশের প্রণাম তোমার পা'য়.."
তব কর্মজীবন হোক ধন্য
থেকো মোর হৃদয় মাঝারে হয়ে অক্ষয়॥
হে মোর শিক্ষাগুরু -
তোমারে পেয়ে মোর ছাত্রজীবন
হয়েছে আজ ধন্য।
মোর জীবনে তব মূল্যখানি
অনবদ্য-অসমান্য॥
হে মোর শিক্ষাগুরু -
যেমনি করে ঝরে পরে দেখি
রবির কিরণ - এ ধরণীর বুকে -
তেমনি ভাবে তব আশিস ঝারিয়া পরুক
এ শিষ্যের নত মস্তকে॥
হে মোর শিক্ষাগুরু -
তুমি শ্রেষ্ঠ, তুমিই স্রষ্টা,
তুমিই মোদের কণ্ঠতান।
অঞ্জলি দ্বারা করবো গ্রহণ
তব অমৃত শিক্ষাদান॥
হে মোর শিক্ষাগুরু -
যুগে যুগে থেকো হে গুরু
-হয়ে মোদের শিক্ষদাতা।
আঁধারের মাঝে এসো আলো হয়ে
হে সমাজসংস্কারের পরিত্রাতা॥
রচনাকাল : ২০/১২/২০১৯
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।