2019 কে বিদায় জানাতে ,
একটি ভাবনা এল মনেতে।
নতুন বছরকে জানাতে সুস্বাগতম ,
বসে গেলাম কবিতা লিখতে নিয়ে একটি কলম।
হাতে নিয়ে একটা খাতা ,
লিখে ফেললাম আস্ত একটা কবিতা।
" নতুন বছরের হল আগমন ,
যত কিছু ছিল পুরাতন ,
সবকিছুর হোক অবসান।
সবে মিলে আজ গাও নববর্ষের জয়গান। "
পছন্দ হল না পদ্যটি ,
তাই আবার করি কাটাকাটি।
" আমার "দেহ" নামের এই তরীতে চড়িয়া ,
সময় নদীর স্রোতের টানে চলেছি এগিয়া।
2019 নামের নদীর ঘাটটিকে এসেছি পেরিয়ে ,
না জানি আমার পথে কি আছে দাঁড়িয়ে ।
আকাশ থেকে হতাশার মেঘ যাক সরে ,
সব কিছু আবার শুরু হোক নতুন করে । "
কবিতাটি এবার বেশ ভালোই হয়েছে ,
পদ্যটিতে কিছু নতুনত্ব রয়েছে।
যাহ! তাদের কথা বেমালুম গেছি ভুলে ,
যারা শীতের রাতে খোলা আকাশের নীচে থাকে শুয়ে।
যাহ! তাদের কথা বেমালুম গেছি ভুলে।
বছরের পর বছর কেটে যায় ,
তবু তারা রাস্তায় শুয়ে থাকে হায় ।
শীতের রাতের হিমেল বাতাস তাদের করেছে জব্দ,
তাদের কাছে "নববর্ষ" শুধুই একটা শব্দ।
রচনাকাল : ১/১/২০২০
© কিশলয় এবং Manit Roy কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।