মনকেমনে ভেজাস না তোর মন শীতের রাতে উত্তাপে তে তাপ হলুদ নদীর জোয়ার স্রোতে ভেসে ঠোঁটের কোণে মিষ্টি হাসি হাস। আকাশ ভেঙে বৃষ্টি যদি আসে প্রেমের হাওয়ায় মন যদি যায় ভেসে হৃদয় দোরের আগল দে তুই খুলে ভালোবাসা জড়িয়ে ধরুক এসে। অপেক্ষার হোক এবার নিরসন হলুদ নদী মিলুক সঙ্গমেতে মোহনাতে উঠুক খুশির ঢেউ বন্য প্রেমে মিলুক সাগরেতে।রচনাকাল : ২৫/১২/২০১৯
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।