(1)
আজন্ম বন্ধনে বন্দি আমি ও সকল জীব
ক্ষুদ্র শুত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশ্ব মাঝে
মানব মিত্র শত্রু ধনী ও গরিব
অজ্ঞাতবাসে সকলেই
সকলের বন্দি পাশে
বন্দি আমরা বদ্ধজীব।
(2)
মাতৃ বন্ধন কোষিকা রক্তের শিরায়
শিরায় ভ্রুণ ভ্রুণাণুর মুক্তি জঠরে
অধিক দুগ্ধ মায়ার কোলের
শীত প্রেমের পরশ বাণী
আজন্ম মৃত্যু টানাটানি
আমরা'ই বন্দি মায়ায়
(3)
আনন্দ চঞ্চল চিত্ত মন্ত্র নবপ্রাণ স্পন্দন
বিঘ্ন বিদায়ীণীর মাতৃস্নেহ ক্রন্দন
ভিতী বিনাশক পিতা কর্তা
অকৃপণ স্নেহ মূর্তি মাতা
ভগিনীর স্নেহের আপূর্তি
পৃথিবীর মৃত্তিকা চন্দন
(4)
কোমল মৃত্তিকা বন্ধন প্রতি এক পায়ে পায়ে
তপ্তরৌদ্রে শীতল বৃক্ষের স্নেহশীত ছায়ে
কাষ্ঠ বস্ত্রের সোহাগী দোলার দোলা
আঙ্গুলের বিশিষ্ট পায়ে পায়ে চলা
প্রাণদানে হাঁটিয়েছে যে দুই বেলা
যার সামর্থ্য শক্তি আমার গায়ে ।
(5)
চারি আশ্রমে বন্দি সকলে পূর্ণ নারী দেহের
নর-নারী আমৃত্যু প্রত্যাশী নারী স্নেহের
পত্রে পত্রে বীজ ফলে শিকরের জলে
সুঃখ্যাতি লবণাক্ত সংসারের ছলে
আমারে বাঁধিয়া রাখিছে স্বার্থের
স্নেহ নিঃস্বার্থ সর্বোপরি ছন্দের।।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং তপন বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।