"উফ্ সকাল হতে না হতেই তোমার ডাকাডাকি শুরু হয়ে যায়।কতবার বলেছি এত সকালে ডাকবে না তোমার স্বভাব আর গেল না।" রোজ সকালে একগাদা জল ছিটিয়ে তারপর ঘুম ভাঙাতে হয় রজতের।আর রজত ভীষণ রেগে যা লীনার ওপর।ঘুম চোখেই চিৎকার জুড়ে দেয়।আর এটা রোজ সকালের গল্প। রজতের এই চিৎকারে লীনার কিচ্ছু যায় আসে না। বেঁচে নেই তো কি হয়েছে না ডেকে দিলে রজতের যে ঘুম ভাঙেনা সেটা তো লীনা ভোলেনি।তাই রজতের ঘুম ভাঙিয়ে আবার ও ফিরে যায় না ফেরার দেশে।রচনাকাল : ১০/৯/২০১৯
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।