ওই দূরের নক্ষত্র মালায়
তুমিও হয়তো তারা হয়েই জ্বলো
আমার কান্না কি শুনতে পাও!
দেখতে পেলে স্বপ্নে এসে কখনোও বলো।
আগে যে শব্দ মুখে বলত
বদলাতে চায় এখনও
যে তোমার থেকে বিচ্ছিন্ন
বাঁচবে কি করে না মরে এখনও !
যে সময়ের ছলনায় হয় না স্বীকার
আজকেই বাঁচে সে কারণ কালের কোনো ভরসা নেই তার জেনো !
যার হৃদয়ে তাজমহল তৈরী না হতেই ধংসাত্ব
দু-হাত হাতে না আসতেই বিচ্ছিন্ন ।
যার হৃদয়ের মেঘে অপরিষ্কার বর্ষণ
শুকনো জলের চোখের অনুভূতি বিষন্ন
যার হৃদয়া কাব্য বিনা অনুমতিতে পড়া সাধ্য
যে হৃদয়ার্থ না বললেও বোঝবার মতো
তবুও বোঝে না কেউ মনের মতো ।
ছলনা প্রাপ্ত হৃদয়া-শিশু সে
বাড়ি যেতে দিক ভুল করে যে !
যার পথে পথে পরে থাকা মন খারাপের আসন
চুপি চুপি খুঁজে নেই নির্বাসন !
আমিও সেই ছলনা প্রাপ্ত শিশুদেরই মতন।
কলমে~ক্ষুদে শিবকৃষ্ণ
রচনাকাল : ২৭/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।