চকমকি পাথরের দেশে আমার ছেড়া চটির পদচারণ,
তাপ দিয়েছে সমাজ সংখ্যাতত্ত্বের লঘু অ্যাসিড, বরিশালের নাম না জানা প্রত্যাক্ষিত ভিখারি
যেন আজ হাউস অফ কমেন্টসের বক্তা।
না পাওয়া প্রাপ্তির উৎসস্থল অন্বেষণে
হারিয়ে ফেলেছি সমস্ত বৈশিষ্ট্য আর গুণাবলী
ঘাড়ের ওপর ঘুণ ধরা করিকাঠও পলকে পরে,
নাক সিটকায় বুর্জ খলিফা।
স্ট্যান্ড ম্যাগাজিনের ফ্রন্ট পেজে
ফেলে এসেছি আমাদের সম্পর্ক,
ভুলে তর্জনী টোকাই ছুড়েছি আধখাওয়া বিড়ি
ধরতে চেয়েছি হাভানার সুখটান।
সানডে সাসপেন্স এর থিওলজি ছেড়েছি
টেনে ধরেছি অন্তর্বাসের ফিতে,
চরিত্র সব হারিয়ে ফেলেছি
রোমান্টিসিজম আর উষ্ণ রাতে।
ভোরের আলো থমকে দাড়াই
ছেঁড়া কাঁথা আর কবির মাঝে ,
আগের রাতের স্বপ্ন এখন
ঝলসে ওঠে মেঠোপথে।
~রাজকুমার সাঁতরা~
রচনাকাল : ১/১২/২০১৯
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।