॥ বইয়ের স্মৃতিচারণ ॥
বর্ণের পরিচয় করিয়েছেন যে ঈশ্বর...
তাঁরই আশিসখানি করেছে ধন্য জীবনভর।
সহজ পাঠে'র কথা রবে চিরস্মরণীয়,
রবি ঠাকুরে'র লেখা শিশুকাল করে শিক্ষণীয়।
নবপল্লবে ভরে প্রথম শ্রেণীর বাগান ,
বাল্যকাল মেতে ওঠে গেয়ে কিশলয়ে'র গান ।
ধারাপাতে'র পাঠে শিখেছি জীবন গড়ার প্রথম গণিত,
বৃহৎ এ জীবনের - এসবই অতীতের মজবুত ভিত।
একবিংশের এই আধুনিক , এ শিক্ষায়
রঙ্গীন মলাটে বইয়ের সমাবেশ কত সহস্র সংখ্যায় -
কত-শত বই আসে তোমার আমার হাতে,
তবু শৈশব জুড়ে থাক - বর্ণ,সহজ,কিশলয়'দের সাথে।
-
রচনাকাল : ২২/২/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।