তখনও বুঝিনি, ভালো আমিও বাসি!
আমি তখন ক্লাস ফাইভ,
সেও তখন ক্লাস ফাইভ ।
হঠাত্,একদিন তাকে দেখি,
ছিলাম ছোটো বুঝতে পারিনি ।
তখনও বুঝিনি,ভালো আমিও বাসি!
কাটল যে সেই চার বছর ।
আমি তখন ক্লাস নাইন,
সেও তখন ক্লাস নাইন ।
হঠাত্ একদিন টিফিন পিরিয়ডে,
দাঁড়িয়ে আমি বন্ধু নিয়ে ।
তখন দেখি,সেই মেয়েটা আসছে হেঁটে সখি নিয়ে ।
তখনও বুঝিনি, ভালো আমিও বাসি!
হঠাত্ একদিন স্কুল মাঠে,শারীর শিক্ষার ক্লাস
হাসি দেখে মুগ্ধ আমি ,পেয়েছি খুঁজে মনের সাথী ।
তখনও না, বুঝতে পারিনি ভালো আমিও বাসি !
একদিন কৃষ্ণচূড়া র তলায় সে বলল ভালোবাসি।
হবে কি আমার মনের সাথী?
বললাম হব তোমার মনের সাথী,
হওয়ার জন্যই তো অপেক্ষায় আছি ।
তখন আমি একটু বদমাশ,
অন্য মেয়ের প্রতি আশ ।
সবার যেমন হয় আর কি?
আমারও তেমন হয়েছিল নাকি ।
তখনও বুঝিনি, ভালো আমিও বাসি!
প্রায় অনেক দিন পর, তাকে আমি বাড়িতে ডাকি,
তখন সে নাকি অন্য খাঁচার পাখি ।
বললাম, এখনও তোমায় ভালোবাসি ।
তখন কুকুর বলে দিল ফাঁকি,
অনেক দিন পর তাকে আবার বাসে দেখি,
সে বলল ভালো আছি,আর কিছু দিন আমার বিয়ে র বাকি ।
তখনও বুঝিনি,ভালো আমিও বাসি!
বেশি কিছু চায়নি আমি শুধু চেয়েছি শেষ টা শুরু ।
সে এখন অন্য কারোর তাতেই আমি খুশী
ভালোবাসা নাকি পাখির মত উড়িয়ে দিলেই খুশী ।
এখন সময় নেই তবুও মনটা সেই কুকুর হতেও রাজি ।
এখন বুঝি তাকে আমি কতটা ভালোবাসি,
এখন বুঝি ভালো আমিও বাসি ।
ভালো আমিও বাসি ।।
রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।