***++ "রাত বিবরণ" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
রাতের চাঁদে মিষ্টি আলো, তারাদের সাথে হাসে ,,,
দিনের সূর্য প্রখর তাপে, জলছে নীল আকাশে ...
একলা মনে জাগে যে রাত, নিঝুম নীরবতার মাঝে ,,,
ঘরে ফিরে পশুপাখি আর, জীবজন্তু সব সাঁঝে ...
রাতের পাখি হলেও সাথী, হয় যে ভোরের বেলা ,,,
আঁধার যখন চায় যে বিদায়, প্রভাত কিরনের খেলা ...
কাঁদে যে চাঁদ যেতেই হবে, সূর্য থেকে অনেক দূরে ,,,
আসবো আবার যায় যে বলে, সন্ধ্যা নামলে ঘুরে ...
রাতের আকাশ শান্ত নীবর, নেইতো কেহ সাথী ,,,
একলা পথের পথিক হয়ে, জালিয়েছে চাঁদ বাতি ...
ঝিঝি পোকা জোনাক পোকা, আঁধার রাতের শোভা ,,,
সবাই শুভ রাত্রি যাওগো বলে, নয়তো বলবে কেবা ...
রচনাকাল : ২৪/৮/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।