• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



- - - - - প্রেম আবীরের বসন্ত - - - - -
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : জয়া বসাক
দেশ : India , শহর : গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ৬ টি লেখনী ১৮ টি দেশ ব্যাপী ৩৪৪১ জন পড়েছেন।
বসন্ত ফাগুন-- তুমি এসেছো প্রিয়? 
সব ভালোবাসার তিক্ততায় যখন কেউ স্থান দেয়নি
তখন তুমি লালের মাধুর্যে রাঙিয়ে দিলে আবার----এই ফিকে জীবনে -
আবীরে ধারন করলে ,যৌবনের  বসন্তে  । 
যেন এক নিমেষে মুক্ত স্বাধীনতার ভিন্ন স্বাদ পাই । 

আচ্ছা, যদি  অপূর্ণ ভালোবাসায় আম্রমুকুলের ঘ্রাণে –   
ফিরে পায় তার আপন সত্ত্বা ,  
তবে হলুদ বর্ণের চারিদিকে নতুন মুকুল আর পাতায় রূপ ঢেলে 
সাজিয়ে বসে থাকে শান্ত হৃদয়ে যেন একরাশ বিষাদ কাটায় তোমার ছোঁয়ায় । 
যেন মুক্তির জোয়ারে ভাসি ।  

একদিকে কোকিলের কণ্ঠে দুপুরের অলসতা , 
হালকা গরমের আমেজ ভরিয়ে যেন কানে কানে গুন গুন করে ছড়িয়ে দিয়ে যায়  । 
সত্যই নির্জন দুপুরে হঠাৎ যদি তুমি ডেকে ওঠো –ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি
তাহলে বাসন্তী ফাগুন তোমার পলাশ আবীরে - অন্তঃকরণে স্থান জুটবে । 

রাতের আকাশ তোমায় স্পর্শ করে বাসন্তী ---   
কি যে মধুর , কি যে তৃপ্তি,কি যে মুক্তি –তা কেবল আঁধার পাখির ডাকই বোঝে । 
কৃষ্ণচূড়ায় ভাসিয়ে দিয়েছি বিরহের গানটুকু
লালের পাশে বাসন্তীর স্নিগ্ধ হাওয়ায়-- মিশে যাই ,
ভেসে যাই অজানা এক ভালোবাসায় । 
পলাশের শুভ্রতায় অসীম শক্তির সঞ্চয় হয় 
-এই পৃথিবীর বুকে । 

চির অমর অক্ষয় তুমি বসন্ত আবীরের ফাগুন । 
যেমন ভালবাসা-প্রেমের ফাগুন
তেমনি বিরহেরও ফাগুন , 
পাওয়া না পাওয়ার ফাগুন-
মুক্ততার ফাগুন ।  

ওগো! বসন্ত ফাগুন- তুমি একলা ছেড়ে যেওনা প্রিয়  ,
দুহাতে সিঁদুর আবীরে রাঙিয়ে দিয়ে যাও—  
মনের সিঁথিতে,বিরহের সিঁথিতে 
এরা সবাই যে তোমায় চায় । 
ওগো!, বসন্ত আবীরের ফাগুন তুমি একটু থেকে যাও   
মনের জানালায় মুক্তি দিয়ে যাও , 
প্রেম আবীরে ভরিয়ে দিয়ে যাও –-বসন্তে, বসন্তে আর বসন্তে ।
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং জয়া বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 22  China : 17  France : 1  Germany : 3  India : 248  Ireland : 55  Russian Federat : 2  Saudi Arabia : 5  Ukraine : 5  United Kingdom : 3  
United States : 528  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 22  China : 17  France : 1  Germany : 3  
India : 248  Ireland : 55  Russian Federat : 2  Saudi Arabia : 5  
Ukraine : 5  United Kingdom : 3  United States : 528  
কবি পরিচিতি -
                          জয়া বসাক, জন্ম ১৫ই আগস্ট দক্ষিণ দিনাজপুরের জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মহারাজপুর গ্রামে। বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতাল থেকে রেডিওথেরাপি বিষয় নিয়ে পাশের পর বর্তমানে দক্ষিণ কলকাতার অন্তর্গত একটি হাসপাতালে কর্মসূত্রে আছে । মেডিক্যাল কলেজে পড়াকালীন তার ছোট বড়ো কবিতা ,গল্প, লেখার জীবন শুরু হয় তখন থেকেই ।তারপর ২০১৯ সালে কলকাতা বইমেলায় কয়েকটি লিটল ম্যাগাজিন এ প্রথম ছাপার অক্ষরে প্রকাশ, বর্তমানের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন । যৌথ কাব্যসংকলন সংখ্যা দুই। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং জয়া বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
- - - - - প্রেম আবীরের বসন্ত - - - - - by Jaya Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৭৬৩০
fingerprintLogin account_circleSignup