যখন এমন ই হবো বুড়ো বুড়ি..
থাকবে না কোনো জীবনের হুড়োহুড়ি ...
শুধু ই থাকবে অবসর ...
গড়বো আমরা বৃদ্ধ বৃদ্ধা দের ঘর..
তোর বয়েস টা তখন কত হবে ধর !!
থাকবো আমরা আনন্দাশ্রম ...
নিজেরা বাঁচবো...
শেখাবো অন্য কে বাঁচতে..
সবাই মিলে কাটবে যে দিন ...
আমরা হবো আনন্দে বিলীন ...
সন্তান সন্ততি থাকবে তাদের মতো...
আনন্দ আসুক তাদের জীবনে যত...
আমরা কাটাবো না জীবন ...
হয়ে আশা হতো ...
একাকিত্ব কে মেরে তুড়ি...
আমরা থাকবো আনন্দে আনন্দাশ্রমে বুড়ো - বুড়ি ...
রইবো আমরা সকলের মাঝে ...
আমাদের কি দুঃখ করা সাজে ?
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।