তোরা আয়, তোরা আয়,তোরা ছুটে আয়
বিমর্ষের করি জয়,
গানের ভেলায় ভেসে।
গীতি গানে আঙিনায় তোরা ছুটে আয়
সুরে ও ছন্দে দেখবি ,
প্রিতীর আভাস আসে।
বজ্র কন্ঠে বজ্রনাদে আয় গান ধরি,
সবেতে কণ্ঠ মিলিয়ে
ঐক্যের'ই গান করি।
ঐ দেখ বদলের রূপে, আকাশে ভাসে
মহানের সৃষ্টি বাণী
মানব মিলন তরী
বিন্দুতে বিন্দুতে মিটাইব ধরণীর
তৃষ্ণা,একে একে মিলে
সহস্রাধিক খসেপরি ।
তোরা আয় ক্ষুদ্র না ভাবি, আকাশের
ঐ বিন্দুতারা হই
যদি প্রচেষ্টায় করি--
ক্ষুদ্র আলোকের বিন্দুতে গগন ভরি।
তোরা আয় সিকৃতি
বিকৃত করি পাহাড়
ঝরতে পাথরের বুকে চিরে, নির্ঝর
ঝর্ণার রূপেই ঝরি।
আয় করিব নির্ণয়
আয় দিই পরিচয় ,ঝেড়ে ফেলে--
ভয়, ছারি সংশয়
একে নয়-একতায়।
সেই গান গায় আবার দিই পরিচয়
আনন্দগানের ছন্দে
উঁচু -নীচু সবে মিলি
ভেদাভেদ ভুলি অভিনয় ছুটে আয় ৷
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং তপন বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।