#সেই_ছেলেটা
একটা ছেলে ভীষণ উদাস
গল্প বলতো রাতে,
রাগতো আবার যখন তখন,
কাব্য করার সাথে।।
হঠাৎ আবার প্রেমিক সাজার
ভীষণ রকম শখে,
বায়না করে প্রেম পাঠাতো,
গান শোনাতো বোকে।।
আবার যখন নিজের খেয়াল।।
কোত্থাও নেই খোঁজ,
এদিক ওদিক শমণ জারি,
নিরুদ্দেশ হয় রোজ।।
সেই ছেলেটা রোদ্দুর হত,
মেঘ লুকাতো বুকে,
আকাশ জুড়ে দাপিয়ে বেড়ায়
ঈষৎ হাসিমুখে।।
রোজ বিকেলে আসতো কাছে,
ভুলতো মাঝে মাঝেই
অলস ওই দুপুরবেলায়
কিম্বা হাজার কাজেই।।
সেই ছেলেটা দামাল ভারী
দস্যিপনা মুখ,
ক্লান্ত চোখে চেয়েই থাকে
কাঁপিয়ে দিয়ে বুক।
সেই ছেলেটা ভীষণ বাজে,
আর একটু খানি ভালো,
অনেক খানি মিষ্টি ভীষণ,
একটু আবার ঝাল ও।।
সেই ছেলেটা কাঁদায় ভীষণ,
মন খারাপের রাতে,
খোঁজ নেয় না বছর খানেক,
থাকেও না আর সাথে।।
এই মেয়েটা প্রেমিকা তার
পথ দেখে রাত দিনে,
প্রেম খুঁজে যায় হন্যে হয়ে,
হায় রে প্রেমিক বিনে।।
সেই ছেলেটা হঠাৎ হারায়,
আবার ফিরে আসে।।
মেয়েটা জানে ও আপন ভোলা,
কিন্তু ভালোবাসে।।
©বৈশাখী রায়
রচনাকাল : ১/৩/২০২০
© কিশলয় এবং বৈশাখী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।