আমি আজ যেন স্বাধীন দেশে পরাধীন-...
স্বপ্নেরা সব পরাধীনতাতে বিলিন ...
অমি যেন আজ প্রাতরাশ, কর্মস্থল, মধ্যান্যে সিমিত ..
আমার স্বাধীনতার খোঁজ যেন একটা বৃত্ত..
তোমার ছোঁয়া আজো দেয় মুক্তিবেগের আশ্বাস ..
তোমার পাসে আমার আমি আজো ভিত্তিহিন ..
তাই আমার পরাধীনতা আজ তোমার অধীন ..
আমাতে তোমাতে উঠবেই উঠবে নতুন সূর্য ..
ঝলসে যাবে যা আছে দুক্ষ , কষ্ট আর একাকিও..
তুমি হাও সাগর আর আমি হই আকাশ ..
দিগন্ত হল আমাদের আশ্বাস ..
আমাদের আমিকে হারিয়ে আমরা হাবো স্বাধিন রেখো বিশ্বাস ..
রচনাকাল : ১১/৩/২০২০
© কিশলয় এবং বিপ্লব মহাপাত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।