কয়েকদিন ধরেই সুমিত্রা দেবীর বাতের ব্যথা টা অসম্ভব বেড়েছে। পেটে গোলোযোগ, হার্টের ব্যামো,কোলেস্টেরল, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিড-কোন রোগটা যে নেই, তা বলা মুশকিল। বসন্তকালের এই সময়টা দোতলার ব্যালকনি টা দিয়ে বেশ ফুরফুরে হাওয়া আসে। সেখানেই চেয়ার পেতে বসে চা খান সুমিত্রা দেবী। এ সময় টা স্বামী অরুণ বাবুর সঙ্গে তিনি কোয়ালিটি টাইম কাটান, গল্প করেন, গানের লড়াই খেলেন। আজ বিকেলেও ব্যালকনিতে বসে চা খেতে খেতে সুমিত্রা দেবী অরুণ বাবুকে বলছিলেন- উফ, বাতের ব্যথা টা কদিন যা বেড়েছে, কিচ্ছু যেন ভালো লাগছে না জানো। অরুণ বাবু মৃদু হেসে বললেন-"আরে গিন্নি, শরীর থাকলে রোগ তো হবেই। ও নিয়ে মন খারাপ করলে চলে? ধরো তো, মান্না দে র একটা গান ধরো দিকি।"
গিন্নির মুখ ব্যাজার।বললেন- "সেইই। তা যা বলেচো। শরীর থাকলেই মাইরি যত্ত জ্বালা । ধুর্।"
অরুণ বাবুর ঠোঁটে বিজয়ীর হাসি। সুমিত্রা দেবী আর থাকতে না পেরে বললেন- "খুব হাসি পাচ্ছে না? নিজে তো গত বছরই এইসব জ্বালা যনতন্না, বাতের ব্যথা থেকে মুক্তি পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছো। নিজেকে তো আর জ্বলতে হয় না। তাই আমাকে এসচো জ্বালাতে?"
অরুণবাবু বললেন- "তোমাকে কুটুস করে একটু জ্বালাতেই তো আসি গিন্নি। তবে যাই বলো, এই অশরীরী থাকার মজাই আলাদা। নাও দিকি, চা টা তাড়াতাড়ি শেষ করে 'ম' দিয়ে একখান গান ধরো দিকি।
নাকি আমি গাইব ফার্স্টে?"
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।