ছলনা কোলাহলের নীরববাণী হৃদয়তলে
বেষ্টিত পথ আগাছা'র ছোঁয়ায় আর তৃণদলে!
নিশিথ নভেঃর করুণার শিশির বেষ্টিত গাঢ়
মেঘঘনিমায়।
গোধূলি আবরণ, বিরহ দহন স্মরণ পটে
কাঁদে,দিশাহারা আঁধার,কির্তীনাশা গগন তটে,
নীরব ভাবনায় ।
সত্যসাধনাও শূন্যতলের আঁধার বাতায়ণ !
চিরলাঞ্ছিত মরমের মাঝে নিই বিরহশয়ন
জননীর অশ্রুধারায় ভাসে,জাগরণের ভাল
জিজ্ঞাসু মুখে।
অক্ষমতার ঐ ক্ষোভ বিনাশের অলক্ষী আশ্রিত,
ভূভূজ আজি মুনকির সম ভ্রান্ত যোগিনী যুত--
জননীর দুঃখে!
সবুজের আঁধার নষ্টমর্মর কষ্টে শরৎ শশী
লুণ্ঠিত অঞ্চল লুণ্ঠিত সর্বস্ব,শোণিত নিবাসী!
ধূলিরৌদ্রে আচ্ছন্ন জৌতীষ্কলোক ও হিমপৃথিবী
প্রতিধ্বণীহীন ।
বৃথা'ই আত্মসমহিতি বৃথা'ই অস্পষ্ট বিলাপ
দুঃখখনির পটভূমিকায় অভিসন্ধির আলাপ,
হয় আত্মমলিন ।।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং তপন বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।