পাতা ঝরে যাওয়া এক উলঙ্গ গাছের চাহুনি খবর দেয় এসেছে বসন্ত নতুন ভাবনার আশকানি পলাশের বনে বনে সবুজ ঢেকেছে আবেগি লালে বিধ্বংসী আগুনও আজ শান্ত প্রকৃতির মুগ্ধ তারে অসময়ী বর্ষণে বসন্তের রূপ বহুগুণ গেছে বেড়ে ঝরা পাতারাও আজ ঝরঝর ধ্বনিতে মুগ্ধতার গল্প বলে বেদুইন মেঘেরাও আসিছে বহুবার না ফেরার তরে তবুও তাদের ফিরতে হয় দূর থেকে বহুদূরে ভালোবাসা আজ আবীরের রূপে স্পর্শ করবে প্রিয়কে বসন্তের আগমনে রংগুলো তুলিতে থাকতে চায়না গোপনে।।রচনাকাল : ৯/৩/২০২০
শুক্লা মাজি ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কূলটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। অনেক ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চাতে আগ্রহী। দিনের শেষে তিনি নিজেকে ডাইরির পাতায় উন্মুক্ত করতে পছন্দ করার পাশাপাশি কবিতা এবং অণুকবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।