বাগুইহাটি দেশ বনধু পাড়ায় এই হোলি দিনে বেশ উৎসব হয়! ক্লাবের ছেলেরা এই দিন বড়ো ,ছোট সবাই কে রঙ মাখিয়ে ,একটু মিষ্টি মুখ করানো হয় ,অয়ন ও ঐ দিন ঐদের সাথে সামিল হয় ! হোলি পর্ব শেষ হতে বিকেল হয়ে গেলো, তাই বাড়ি এলো! হঠাৎ মনে হলো আকাশের সাথে অনেক দিন দেখা হয়নি, যাই ওর বাড়ি। তাই সন্ধের সময় অয়ন বনধু আকাশের বাড়ি উদেশ্যেই রওনা দিলো! কিছুটা হাঁটা পথ সেই থাকে অম্বিকা অপারমেন্টে ! বিশাল বাড়ি, সে বাড়িতেই ছিলো, অনেক দিন পর দেখা, খুব আনন্দ হলো ওর অয়ন কে পেয়ে! আকাশকে শুধালো "কেমন আছিস?",জবাবে আকাশ বললো "এই দিন টা আমার কাছে খুব ই দুঃখের দিন ,এই দিন টা এলে আমার চোখের জল চলে আসে"!! অয়ন বললো "এখনো তুই মনে রেখেছিস ,,তুই ভুলে যা ঐ সব"! "কি করি ভূলি ,মন তো মানে না ,সেই তো নীরবে থাকে শুধু চোখের কোনে জল হয়ে নামে"!
আকাশ তখন একাদশ শ্রেণীতে পড়ে কলেজে! কিছুক্ষণের মধ্যেই বাংলা স্যারের ক্লাস শুরু অপেক্ষা আছি সবাই ! নির্ধারিত শিক্ষকের পরিবর্তে হঠাৎ ক্লাসের প্রধান শিক্ষক এক নতুন ম্যাডাম কে নিয়ে প্রবেশ করলেন! সবার সাথে বাংলা ক্লাসের নতুন ম্যাডামকে পরিচয় করিয়ে দিয়ে প্রধান শিক্ষক চলে গেলেন, সবার নজর তখন সুন্দরী, আধুনিক স্মাট নতুন ম্যাডামের দিকে! ম্যাডাম তার নিজের পরিচয় দিয়ে উপস্থিত সকল ছাত্রদের একে একে পরিচয় দিতে বললেন! পরিচয় পর্ব শেষ হলে তিনি আকাশকে বললেন স্কুল ছুটি র পর তার সাথে যেনো দেখা করে! ক্লাসে সকলের দৃষ্টি ঐ আকাশের দিকে, আকাশ তখন টেনশন করছে সে কি কোনো অপরাধ করলো এই ভাবনায়। পরের ক্লাস গুলোয় মনযোগী হতে পারলো না ! ছুটির শেষে ক্লাস থেকে বেরিয়ে ম্যাডামের সাথে দেখা! ম্যাডাম বললো চলো যেতে যেতে কথা বলি! রাস্তায় যেতে ম্যাডাম আকাশ কে বললো তোমাকে আমি চিনি, তুমি কি আমাকে চেনো? অনেক কথায় বললো ম্যাডাম কিন্তু আকাশ শুধু শুনে গেলো কিছু বলতে পারলো না ! শেষে ম্যাডাম আকাশ কে বললো তুমি কাল আমার সাথেই টিফিন করবে ! কথামতো পরের দিন ম্যাডাম এর সাথে টিফিন করলো! স্কুল ছুটির পর ম্যাডাম ও আকাশ গলপ করতে করতে বাড়ি যায় ! এই ভাবে চলতে থাকে ! এইভাবে একে অপরে গল্পের মাধ্যমে আকাশ ও ম্যাডাম অনেকটা বন্ধু মতো হয়ে উঠে ! আকাশ ভাবে ম্যাডাম তাকে খুবই ভালো বাসে !
বাড়ির কাজের চাপে আকাশ অনেক দিন পর স্কুল এলো ! এসে শুনলো আজ ক্লাস হবে না ! কারন আজ ম্যাডাম এর ফেয়ারওয়েল, আকাশ সেই কথা বিশ্বাস না করে পিয়নকে শুধালো ! পিয়ন জানালো ম্যাডাম একটা ভালো চাকরি পেয়েছেন তাই তিনি স্কুল ছেড়ে দিতে চাইছেন ! এই কথা শুনে ক্লাসের শেষ বেঞ্চে বসে মন খারাপ করতে লাগল আকাশ ! মনের এক করুন অনুভূতি সে ম্যাডামকে আর দেখতে পাবে না ! কত গল্প হতো, এক সাথে খাবার খেতো এই সব ভেবে তার চোখে জল এলো ! ভালোবাসার এই পরিনতি! এমন সময় পিওন এসে আকাশ কে বললো ! ম্যাডাম তাকে একবার দেখা করতে বলছে ! সাথে সাথে কি আনন্দ মন ভরে উঠলো , ম্যাডাম একটা ঘরের একাই ছিল ! ম্যাডাম আকাশ কে দেখে বললেন তুমি কান্না কাটি করছো কেনো!" বলে তার ওড়না দিয়ে আকাশের চোখের জল মুছে দিয়ে বললেন, "এই নাও আমার ঠিকানা যখন ইচ্ছে হবে আমার বাড়ি যেও! তোমার জন্যে আমি আছি" বলে একগাদা চকোলেট ও একটা গোলাপ ফুল দিলো ! বলে আকাশকে ম্যাডাম তার বুকের মধ্যেই জড়িয়ে ধরলো ! আকাশে একটা দারুণ অনুভূতি হলো! ম্যাডাম যে পারফিউম লাগিয়েছেন সেই গন্ধ আকাশ টের পেলো !! কেউ যদি নিজের মতো করে ভালো বাসে আর সে যদি হঠাৎ চলে যায় তখন তার অনুভূতি বুঝতে পারা যায়! ম্যাডাম চলে যাবার পর সেই রকম আকাশের মন খুব খারাপ লাগছিল!
এই ভাবে দুই মাস কাটার পর আকাশ ভুলে গেলো ম্যাডামের কথা! তা ছাড়া ভালোবাসা কি জিনিস এতটা তার মনে মধ্যে আসেনি ! যাই হোক """'' বেশ চার বছর পর একদিন আকাশ দমদম থেকে বাগুইহাটি ফিরছিলো বাসে করে ! পাশে সিটে বসা এক ভদ্রলোকের সাথে আলাপ হলো ! তার সাথে অনেক কথা হলো ! সেই কথা মাধ্যমে জানতে পারলো ! ভদ্রলোক যে অফিসে কাজ করে তার বস হলো ঐ সুন্দরী ম্যাডাম ! আকাশে তখন খুব ইচছে ঐ ম্যাডাম এর সাথে দেখা করার ! তার সব কিছু মনে পড়ে গেলো ! তার দেওয়া ঐ গোলাপ ফুল আজ সেই তার ডাইরী পাতায় মধ্যেই রেখেছে ! পরের দিন সেই ঐ অফিসে গেলো ! ম্যাডাম কে দেখে আকাশ খুবই খুশি হলো ! ম্যাডাম ও আকাশ কে দেখে মিষ্টি হাসি হাসলো ! আকাশ তুমি এখন কি করো ! জবাবে আকাশ বললো আমি কাজের চেষ্টা করছি কিন্তু এখনো পায়নি ! ম্যাডাম বললো তুমি আমার অফিসে কাজ করতে পারো ! স্বপ্নে ও এত আশা করেনি একটা কাজ সেই পেয়ে যাবে ! তাও আবার ঐ ম্যাডামের কাছে ! আকাশ তার হাত বাড়িয়ে ম্যাডামকে ধন্যবাদ জানালো ! ম্যাডাম তার হাত বাড়িয়ে আকাশে হাতে উপর রেখে বললো ! আমি তোমার পাশে সব সময় আছি ! সেই কাজ পাওয়া পর আকাশে মনে হলো ম্যাডাম এক বার i Love u বলা উচিৎ ! কিন্তু তা আর হয়ে উঠলো না ! ঐ সুন্দর হাসি আর মায়াবী মুখ খানা দেখে আকাশ শুধু চোখ দিয়ে দেখে ,মুখে কিছু বলতে পারে না!
অফিসে কাজ শেষ হয়ে গেলে আকাশ ও ম্যাডাম অনেকক্ষণ গলপ করতো ,! একদিন ম্যাডাম বললো আকাশ তোমার কি ভালো জামা কাপড় নেই ! আকাশ বললো আছে ,দেখো আকাশ মিথ্যা কথা বলো না ! যে তোমাকে বিশ্বাস করে তাকে তুমি এমন কথা বলো না তার যেনো আঘাতে লাগে ,! আকাশ বললো আমি কি করলাম ! তুমি রোজ একটা জামা পরে অফিসে আসো কেনো ! চলো আমার সাথে ! বলে বিগ বাজারে নিয়ে গিয়ে এক কালারে তিন সেট কাপড় কিনে দিলো ! রাস্তায় যেতে যেতে ম্যাডাম আকাশ কে বললো ! তুমি নাবালক নয় ! সাবালোক হয়েছো ! পাঁচজন মানুষের সাথে মিশছো একটু হ্যান্ডসাম হয়ে উঠো ! আকাশ তা শুনে হেসে বললো আমি কার জন্যই হ্যান্ডসাম হবো ! ম্যাডাম হেসে বললো কেনো আমি দেখবো ! আমি তো তোমার বনধু তাই না ! আকাশ সেই কথা শুনে অবাক হয়ে দেখতো ! অপূর্ব সুন্দরী ম্যাডাম কে ! ম্যাডাম যখন বাজারে কিছু কিনতো ! আকাশকে সাথে করে নিয়ে যেতো ! আকাশ কে বলতো তুমি পছন্দ করো আমাকে কোন জিনিস টা পরলে ভালো লাগবে ! মাঝেমধ্যে আকাশ কে সাথে করে ম্যাডাম তার নিজের বাড়ি নিয়ে যেতো ! ভালো মন্দ রান্না করে খাওয়া তো ! এই সব দেখে আকাশ খুব বেশি ভালো বেসে ফেলেছে ম্যাডাম কে ! রাত্রে বেলায় অনেক ফোনে কথা হতো ! ম্যাডাম একটা কথা প্রায় বলতো আকাশ কে ! দেখো আকাশ আমি তোমার বনধু সেই বন্ধুত্ব একটা বিশ্বাস ও সন্মান রাখবে ! এমন কিছু ভেবে বসো না যাতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয় ! কিন্তু আকাশ ঐ ম্যাডাম এর ভালো বাসা পেয়ে মনের মধ্যেই অনেক স্বপ্ন দেখতে থাকে !
সেই যাই হোক ! এই ভাবে চলতে থাকে ! তাদের দুই জনে জীবনের অনেক কিছু ই ! ম্যাডামও ধীরে ধীরে আকাশকে খুব ভালো বাসে ! সেই দিনের কথা আজও আকাশ ভুলে যেতে পারেনি ! ২২শে মার্চ সেই দিন ছিলো হোলি ! সেই দিন ম্যাডাম মারা যান একটা দুর্ঘটনায়, সে দিন থেকে আকাশ এই হোলির দিনে তার প্রিয় ম্যাডামের জন্য নিরব থেকে চোখের জল ফেলে, তার ও ম্যাডামের স্মৃতি নিয়ে দিন কাটায়।
রচনাকাল : ১২/৩/২০২০
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।