চারিপাশ পলাশের রঙে রাঙিয়ে উঠেছে ... জানান দিচ্ছে প্রকৃতি বসন্ত এসে গেছে .. কোকিলের কুহুতান জানান দিচ্ছে বসন্ত এসে গেছে .... আকাশে বাতাসে বইছে একটা মিষ্টি সুবাস,. যা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে | এসো বসন্ত আমি ও অধীর আগ্রহে তোমাকে আলিঙ্গন করতে অপেক্ষারত | আমি ও তোমার রঙে নিজেকে রাঙিয়ে তুলতে প্রস্তুত ... এসো বসন্ত তোমার ই পরশে হরষিত হোক মোর মন প্রাণ | এসো বসন্ত আমার ই ভালোবাসায় জড়িয়ে নেবো তোমার ই মিষ্টি ঘ্রাণ |রচনাকাল : ৯/৩/২০২০
ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত।