কবি : সুকান্ত দাস
কবি : জয়া বসাক
কবি : ঝিমলি ব্যানার্জি
কবি : সুমিতা গাঙ্গুলি
কবি : রাকেশ বাগ
কবি : শ্রেয়সী বিশ্বাস
কবি : অতনু বসাক
লেখিকা : বৈশাখী রায়
লেখিকা : মনি রায় ঘোষ
লেখিকা : কেকা হালদার
কবি : শুক্লা মাজি
কবি : লালটু কুমার শী
কবি : দেবাশিস পাল
কবি : লোপা দাস
কবি : তপন বিশ্বাস
কবি : বৈশাখী রায়
কবি : রাজকুমার সাঁতরা
কবি : প্রলয় সামন্ত
কবি : দীপঙ্কর মাহাতো
কবি : সুমন কুমার সাহু
কবি : সুজন কুমার রায়
কবি : সান্ত্বনা চ্যাটার্জী
কবি : মনি রায় ঘোষ
কবি : তোফায়েল আহমেদ
কবি : সুমিতা সরকার
কবি : সুশোভন গাঙ্গুলী
লেখিকা : সায়ন্তী সাহা
লেখিকা : ঝিমলি ব্যানার্জি
লেখিকা : স্বাগতা সরকার
কবি : বিপ্লব মহাপাত্র
কবি : অঞ্জন ব্যানার্জী
কবি : সৌরভ কর্মকার
কবি : রাজু দাস
কবি : কেকা হালদার
কবি : অনাদি মুখার্জি
লেখিকা : সঞ্চারী বোস
লেখিকা : সুমিতা গাঙ্গুলি
লেখক : কুশল সাহা
লেখক : অনাদি মুখার্জি
লেখিকা : লোপা দাস
লেখক : রাকেশ বাগ
*হোলি* হোলির দিন সকল দ্বন্দ্ব, দ্বেষ, দুঃখ ভুলে। আনন্দের রঙিন দরজার ঝাঁপ দাও তুলে।। এসো সবাই আজ খেলি রঙের খেলা। আজই বৃন্দাবনে দোল উৎসবের মেলা।। আজ নয় শুধু বসন্তোৎসব , দোলপূর্ণিমা। আজ মহাপ্রভুর জন্মতিথি গৌড়পূর্ণিমা।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।
Kisholoy
কবি : লক্ষ্মণ ভাণ্ডারী