- : অবুঝ :- আমার কাছে নও তুমি সাধারণ নারী। তাই তো আমি তোমার কাছে বারবার হারি। ভুল যতই করো তুমি, দিই না তোমায় দোষ। ঠিকই যদি করো তুমি, তবে কেন এতো রোষ।। হও শান্ত ,করো না এতো রোষ ,বাসো আমায় ভালো। প্রদীপ হয়ে তোমার জীবনে জ্বালিয়ে তুলবো আলো।। R.bagরচনাকাল : ১৮/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।