• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



মৃত্যু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রাকেশ বাগ
দেশ : India , শহর : পূর্ব বর্ধমান

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৪৪ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ২১১১৬ জন পড়েছেন।
স্বর্গের সিঁড়িতে শ্মশান শয্যায়;
 বিশ্ব প্রকৃতির ,বিশ্ব শান্তি চাই।
এমন আছে ,স্বর্গে না চাই যেতে ;
অশান্তি ছেড়ে শান্তির স্পর্শ পেতে।
অমানুষরা ,এখানে এসেও মানুষ হয় না;
নিজে না পারলে, শুধরাতে কেউ পারে না।
সুন্দর বৌ, প্রেমিকা , বন্ধু পেতে সবাই চাই;
মেয়ে দেখে দুঃখী হওয়ার কেউ না পায় ।
মেয়েকে বলে প্রেম করো না কারো সাথে;
মেয়েকে তুলে দেয় অচেনা জামাইয়ের হাতে।
যেদিন পালায় , বলে আমার কাছে মরেছে;
পরে ,বিয়ের টাকা বেঁচেছে, ভালোই হয়েছে।
  বাকিটা পরে বলবো এই থাক ঘুম পাচ্ছে;
মনে হয় ওপর থেকে ডাক এসেছে।
আমার আগে অনেক গেছে;
পেয়েছে কম বেশি হারিয়েছে।
যাবার পরে সবাই বুঝেছে ;
তেমনি সব ভুলেছে।
হয়তো কেউ মনে রেখেছে;
চুপ করেনি চুপ করানো হয়েছে।
যতবার চুপ করানোর চেষ্টা করেছে ;
ততবার , চিৎকার করে আওয়াজ তুলেছে ।

                                  R.Bag
রচনাকাল : ১২/১/২০২০
© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 22  Germany : 4  India : 152  Ireland : 28  Russian Federat : 1  Saudi Arabia : 6  Ukraine : 4  United Kingdom : 1  United States : 314  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 22  Germany : 4  India : 152  
Ireland : 28  Russian Federat : 1  Saudi Arabia : 6  Ukraine : 4  
United Kingdom : 1  United States : 314  
কবি পরিচিতি -
                          রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। 
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৃত্যু by Rakesh Bag is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪৮৬২৪
fingerprintLogin account_circleSignup