***++ "শিশির ভেজা হেমন্ত" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
দু'এক ফোঁটা শিশির ঝরে, সময় এখন হেমন্তকাল ,,,
ঘাসের বুকে বিন্দু ধরে, জরিয়ে রাখে মায়াজাল ...
ভোর রাত্রি আলোর সাথী, আলো আধারের খেলা ,,,
ফুটলে আলো পাখিরা সব, বসায় রঙের মেলা ...
মুখটি লুকিয়ে রাখে চাঁদ, সূর্য উদয় হলে ,,,
সূর্য আলো ছড়িয়ে রাখে, প্রকৃতির ছায়াতলে ...
রং বেরঙ্গের পাখিরা সব, শিশিরে বসে খেলে ,,,
নরম ঘাসে সবুজের পাশে, শিশির ভেজা জলে ...
রাত্রি নাকি নিত্য কাঁদে, শিশির যাকে বলি ,,,
নরম ঘাসে শীতল ছোওয়ায়, পা ভিজিয়ে চলি ...
কাঁদে রাত্রি একলা নিত্য, নিঝুম নিরবতায় ,,,
রোজ প্রভাতে জলবিন্দু, দেখি ঘাসের মাথায় ...
কাটে আঁধার পাখির ডাকে, হলে সূর্য উদয় ,,,
আলোর খেলা পাখির মেলা, শিশির ঘাসের মাথায় ...
সেই আলোর সাজানো শোভা, ফোটায় রজনীগন্ধা ,,,
শুভ কামানার সাথে প্রকৃতি, জানায় শুভ সন্ধ্যা ...
রচনাকাল : ২১/১০/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।