পুরুষ তুমি ভালোবাসা ...
পুরুষ তুমি বাঁচার আশা ..
তাই তো তোমাকে নিয়ে স্বপ্নে ভাসা ...
পুরুষ তুমি ডমিনেটিং ...
তবু ও তুমি ইন্টারেষ্টিং ...
পুরুষ তুমি অহংকার ...
দূর করো জীবনের অন্ধকার ...
পুরুষ তুমি পিতা ..
তুমিই ছিলে জীবনের ছাতা ..
তোমার কাছে পেয়েছি ছায়া ...
আমি ও দিয়েছি মায়া ...
ভুলেই গেছি নিজের কায়া ..
পুরুষ তোমার মুখেই মা ডাক শোনা ..
তখন থেকেই শুরু মাতৃত্বের জাল বোনা ..
পুরুষ তুমি শক্তি ...
তোমাতেই আমার মুক্তি |
পুরুষ তুমি বন্ধু ভালো ..
তাই তো আজ শুধুই আলো |
রচনাকাল : ১৯/১১/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।