কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , সেপ্টেম্বর প্রকাশিত ২১ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ১১৫৫২ জন পড়েছেন।
আমি পলাতক
কেউ কোনোদিনও মনের বাইরে গিয়ে
কোরো না কোনো খোঁজ ও খবর
আমি পলাতক।
বন্দীর শিকল কেটে
সারাটা রাত্রি হেঁটে
গিয়ে সপ্নের দেশে
আমি হয়েছি আটক।
আমি পলাতক
আশায় আশায় চেয়েছি চাতক
দিকে দিকে শুধু গুপ্ত ঘাতক
জীবনকে বাজিতে রেখে আমি পলাতক।